Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ August ২০২২

কৃষিতে বরিশালের মৃত গৌরব পুনর্জীবিত করা হবে ইনশাআল্লাহ- কৃষিমন্ত্রী


প্রকাশন তারিখ : 2022-08-03

মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আাব্দুর রাজ্জাক বলেছেন, প্রতিবছর আমাদের প্রায় ২০ হাজার কোটি টাকার ভোজ্যতেল বিদেশ থেকে আনতে হয়। তাই এর আমদানি নির্ভরতা কমানো দরকার। আর এজন্য তেলফসলের উৎপাদন বাড়ানো চাই। এক্ষেত্রে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রয়েছে যথেষ্ট স¤ভাবনা। তা কাজে লাগিয়ে কৃষিতে বরিশালের মৃত গৌরব পুনর্জীবিত করা হবে ইনশা-আল্লাহ। ৩ আগস্ট বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিদ্যমান শস্য বিন্যাসে তৈলফসলের অন্তর্ভূক্তি এবং ধানফসলের অধিক ফলনশীল জাতসমুহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের (ব্রি) যৌথ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিসচিব মো. সায়দুল ইসলাম । ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, ডিএইর মহাপরিচালক মো. বেনজীর আলম, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, কৃষক কাজী আনিছুর রহমান প্রমুখ। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ বরিশাল, খুলনা, যশোর এবং ফরিদপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের ৩ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।